গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট
বর্ধমান ভবন, বাংলা একাডেমি, ঢাকা।
সেবা প্রদান প্রতিশ্রুতি
১. রুপকল্প:
অভিলক্ষ্য :
২. প্রতিশ্রুত সেবাসমূহ :
২.১) নাগরিক সেবা
ক্র. নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র
এবং প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য এবং
পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)
|
১ | শিল্পীদের ষষ্ঠ শ্রেণী হতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী সন্তানের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি/বৃত্তি/স্টাইপেন্ড প্রদান |
১। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ২। নির্ধারিত ফরমে আবেদন ৩। ঢাকা মহানগরীর ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট, বর্ধমান ভবন, বাংলা একাডেমি, ঢাকা এবং অন্যান্য মহানগর বা জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট ডাকযোগে পৌছাতে হবে। ৪। আবেদন বাছাই ও অনুমোদন |
১। আবেদনকারী ও তাঁর মেধাবী সন্তানের সকল শিক্ষাগত সনদের ফটোকপি ২। আবেদনকারীর শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে সংশ্লিষ্টতার প্রমাণক ৩। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিব্ধনের ফটোকপি ৪। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। |
বিনামূল্যে |
৯০ (নব্বই) কার্যদিবস |
শাওয়াল খানম ব্যবস্থাপনা পরিচালক মোবাইল : +৮৮-০২-৪৪৬১০১১২
|
প্রকাশের তারিখ: March, 2023